আপনার ছোট্ট সোনামুনি অনেক সময় এদিক সেদিক চলে যায় ঠিকমতো এক জায়গায় বসিয়ে খাওয়ানো যায় না। আর তাদের জন্য এই চেয়ারটি হতে বেস্ট চয়েস। এতে খুব সুন্দর করে বাচ্চাকে বসিয়ে খাওয়ানো যাবে এদিক সেদিক দৌড় দিয়ে চলে যেতে পারবে না। চুপ করে মায়েরা বাচ্চা কে বসে খাওয়াতে পারবেনা। তাছাড়া এই চেয়ারটি ফোল্ড করে বাচ্চাকে শুইয়ে এটার মধ্যে গোসল করতে পারবেন। এটি দেখতে সুন্দর এবং বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল।
🔴 ৩০ কেজি লোড নিতে পারবে।
🔴 ৫ মাস থেকে ৪ বছর বয়সী বাবুদের জন্য।
🔴 ডাইনিং ট্রে খুলে আলাদা চেয়ার হিসেবে ব্যাবহার করতে পারবেন।
🔴 চেয়ারে বাচ্চাদের বসানো যাবে।
🔴 বাচ্চাকে বসে থেকে খাবার খাওয়ানো যাবে।
🔴 বাচ্চাকে গোসল করানো যাবে।