নবজাতকের জন্মের সময় অনেক গুলো জিনিসের প্রয়োজন হয়, যা বাচ্চা জন্মানোর আগে থেকেই প্রত্যেক বাবা মার অবশ্যই সংগ্রহ করে রাখা উচিৎ। কিন্তু এই সময় অধিকাংশ বাবা মার দুশ্চিনার কোনো শেষ থাকে না।
বাচ্চাকে কোন বিছানায় শোয়াতে হবে, কেমন ধরণের জামাকাপড় পড়াতে হবে, আরো ও কি কি লাগবে, প্রোডাক্ট গুলো ভালো হবে কি না, এসব বিষয় নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকতে হয়।
অনেকেই কোম্ব প্যাকেজ এ নিম্ন মানের প্রোডাক্ট এর পরিমান বাড়িয়ে দাম কমিয়ে বিক্রি করছে কিংবা অনেকেই কম দামি বেড দিচ্ছে কোম্ব প্যাকেজ এর সাথে 😔।এতে বাচ্চাদের রেশ হওয়া থেকে শুরু করে তাদের শরীর এ নানান ধরণের স্কিন জনিত সমস্যা হতে পারে 😰।
তাই দেরি না করে এখনি আদরের সন্তানের জন্য প্রয়োজনীয় আইটেমগুলো সংগ্রহ করুন।💞