ব্রেস্ট প্যাড ব্যবহার করার ৫টি প্রয়োজনীয়তাঃ
১। অতিরিক্ত দুধ নিঃসৃত হওয়া মানেই জামায় লেগে যাওয়া বা দাগ সৃষ্টি হওয়া। এই ঝামেলা থেকে মুক্তি দিতেই মূলত ব্রেস্ট প্যাডের আবির্ভাব হয়েছে।
২। অনেক মা এই পরিস্থিতির সম্মুখীন হন। বাচ্চা কান্নাকাটি করে, কিন্তু খেতে চায় না বা দুধ টেনে খেতে পারে না। কিন্তু মায়ের ব্রেস্টে ওভারফ্লো হতে থাকে। এমন পরিস্থিতিতে আসলে ব্রেস্ট প্যাড ব্যবহার ছাড়া অন্যকোন উপায় নেই।
৩। ব্রেস্ট প্যাড ব্যবহার করলে আপনি তুলনামূলকভাবে স্বস্তিবোধ করবেন। বার বার জামা কাপড় ভিজে যাওয়া বা দাগ হয়ে যাওয়ার দুশ্চিন্তা থাকে। সেটা থেকে মুক্তি মিলবে। আর ব্রেস্ট প্যাডগুলো এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় যাতে আপনি আরাম ও স্বস্তিবোধ করেন।
৪। যাদের খুব বেশি লিকেজ হয়, তাদের জন্য ব্রেস্ট প্যাড অবশ্য ব্যবহার্য। কারণ, দুধ খুব বেশিক্ষণ জামা কাপড়ে লেগে থাকলে দুর্গন্ধ তৈরি হয় এবং ব্যাকটেরিয়া তৈরি হওয়া শুরু করে। আপনি এবং আপনার শিশুর স্বাস্থ্যের জন্য এটা খুবই ক্ষতিকর। নিজেকে শুকনো এবং সুরক্ষিত রাখতে চাইলে ব্রেস্ট প্যাডের তাই বিকল্প নেই।
৫। নতুন মা যখন বাইরে যান, তখন ব্রেস্ট প্যাড খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে। আপনি নিশ্চয়ই চাইবেন না, বাইরে গেলে আপনার জামা-কাপড় ভিজে উঠুক। বাইরে গেলে সবসময় শিশুকে সেভাবে খাওয়ানো সম্ভব হয় না। যেকোনো সময় ওভারফ্লো হয়ে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হতে পারে। ব্রেস্ট ব্যবহার করলে আপনি নিশ্চিন্ত থাকবেন।