বাচ্চাকে গোসল করাতে গিয়ে সব মায়েরা একটা কমন সমস্যার সম্মুখীন হয়, সেটা হলো গোসলের জন্য বডি ওয়াশ তো নেওয়া হলো কিন্তু সেটা বেবিকে কিভাবে ব্যবহার করবে। হাত দিয়ে শরীরে মাখলে শরীরের ময়লা-ধুলা পরিষ্কার হবে না। আবার বড়দের লোফা(ছোবা/ছোপা/শরীর মাজুনি) ব্যবহার করলে তা বেবিদের নরম ত্বকের জন্য ক্ষতিকর হবে। সেক্ষেত্রে নরম, সপট, আরামদায়ক এই লোফা/বাথ স্পঞ্জ গুলো ব্যবহার করতে পারেন